অন্য এক সেন্টমার্টিন
সারি সারি নারকেল গাছ, কেয়া বন আর প্রবালে ঘেরা দ্বীপটির নৈসর্গিক সৌন্দর্য বর্ণনাতীত। আজ অন্য এক সেন্টমার্টিনের কথা বলব। কল্পনা করুন সেন্ট মার্টিন একটি দ্বীপ নয়। একটি প্রাণ। একটি অস্তিত্ব। একটি বিচ্ছিন্ন জনপদের মানুষের নিত্যদিনের সংগ্রামের ভূখণ্ড। এখানে ঢেউ ভাঙার শব্দের সাথে ভেসে আসে ভীষণ প্রশান্তি অথবা নীরব হাহাকার। সমুদ্রের ঢেউগুলো প্রবালঘেরা তটে ভেঙে পড়ছে যে অনিন্দ্য ছন্দে, তারা আসলে কী বলতে চায়? শুধুই নৈসর্গিক সৌন্দর্য নয়, আরেকটু গভীর থেকে চলুন ঘুরে আসি। রোর বাংলায় বিস্তারিত পড়তে ক্লিক করুন।