কোনো আদর্শিক লড়াই কখনো ব্যর্থ হয় না: রিজভী
এ আন্দোলন শুধু বিএনপির একার নয়, চলমান আন্দোলনে পুরো দেশবাসীর স্বার্থ জড়িত। বলতে পারেন, সরকারের অবর্ণনীয় জুলুম-নির্যাতনের মুখে আন্দোলন হয়তো একটু থমকে যেতে পারে, ব্যর্থ হওয়ার প্রশ্নই আসে না। আমাদের শপথ হচ্ছে, ভোটাধিকার ফিরিয়ে আনা, বহুদলীয় গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত করা। এটা একটা আদর্শিক লড়াই। কোনো আদর্শিক লড়াই কখনো ব্যর্থ হয় না; বরং জবরদস্তি ও প্রহসনের নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে এমনটি বলেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথম আলোয় পুরো সাক্ষাৎকার পড়তে ক্লিক করুন।