ঘোষণা মানবজমিন অনলাইন দেখা যাচ্ছে না জানাচ্ছে মানবজমিন January 6, 2024 Bibriti দেশের বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে না মানবজমিন অনলাইন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে পত্রিকাটি। তারা এও জানিয়েছে তাদের নিজস্ব কোন টেকনিক্যাল ত্রুটির কারণে এমনটা হচ্ছে না।