হতাশায় ভরে গেলে মন, নচিকেতা-মানিকের অনুপ্রাণন- সকাল হবে কি?
রাজনীতি, অর্থনীতি, বৈশ্বিক সংকটে হতাশা আর বিরহে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করা মানেই আরো হতাশায় ডুব দেওয়া। কিন্তু হঠাৎ সামনে এল এক আশার গান। গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী নচিকেতা ও বাংলাদেশের মানুষমুখী গানের শিল্পী আমিরুল মোমেনিন মানিক ও আরেকজন শিশু শিল্পী নাফি। নচিকেতা ও মানিক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তাদের দুজনের মিলিত গান যে আলাদা আবহ তৈরি করবে তা অনেকটা জানাই ছিল। তবে নাফির কন্ঠে যদিও অন্য কোন গান শুনা হয়নি তবে এই গানে তার কন্ঠ অত্যন্ত ব্যতিক্রমি মনে হয়েছে।
‘ভোরের হাওয়ায় আভাস থাকে, সকাল হবে কি না, গহীন রাত্রি শেষে আলো আসবেই, এ কথা তো অনেক আগে জানা, তবু হতাশায় ভরে গেলে মন, খুঁজে ফিরি অনুপ্রাণন; এমনই নান্দনিক কথায় আশা জাগানিয়া গানটি এক অনবদ্য লেগেছে আর পুরো গানটিতে মনোযোগ ধরে রেখেছে গানটির কথা। সেই সাথে গানটির সুর, কন্ঠ ও আবহ সব মিলিয়ে একটি নতুন সকালের স্বপ্নিল জগতে নিয়ে যেতে সমর্থ হয়েছে। একটি গান তখন স্বার্থক বলাই যায় যখন তা চিন্তাকে আন্দোলিত করে। মনে নিয়ে আসে নতুন ব্যঞ্জনা। সকাল হবে কি? গানটি তেমনই একটি নতুন সকালের হাতছানি দেওয়ার গান। যে নতুন সকাল হতাশাবিহীন, শুদ্ধতা ও সুন্দরের। “সকাল হবে কি?” গানটি হাজারো কন্ঠে ধ্বনিত হোক, ভূমিকা রাখুক একটি সুন্দর সকালের স্বপ্ন জিইয়ে রাখতে। – নয়ন আসাদ
অনেক ধন্যবাদ…